alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ডায়াবেটিক হাসপাতালের জাহাঙ্গীরের দুর্নীতি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:১৬ পিএম

ডায়াবেটিক হাসপাতালের জাহাঙ্গীরের দুর্নীতি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সমুন বড়ুয়াকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্লাহ। 

এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীসহ কমিটির সব সদস্যদের সাময়িক বরখাস্ত করে সমাজসেবা অধিদপ্তর। এর পর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানকে। তবে তিনি দায়িত্ব নিয়েও সাত দিনের মাথায় অব্যাহতি নেন। 

২০২২ সালের ২৪ আগস্ট এম এ জাফর জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বজনদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও দুর্নীতির অভিযোগ আসে স্বাস্থ্য বিভাগে। ওই অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের পয়লা জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ৪ সদস্যের একটি কমিটি গঠন করেন। ওই কমিটিতে সুমন বড়ুয়াকে সভাপতি রাখা হয়েছিল। পাশাপাশি জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সমাজসেবা অধিদপ্তরের একজন প্রতিনিধি ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. নুরুল হায়দারকে সদস্য করা হয়েছিল। 

এ সব নিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের কমিটি সাময়িক বরখাস্ত করার পর স্বাস্থ্য মন্ত্রণালয় এই কমিটি গঠন করলো। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটিতে দায়িত্ব পাওয়া সুমন বড়ুয়া খুব শিগগিরই তদন্ত করবেন। তদন্তে গড়মিল বা অভিযোগের সত্যতা মিললে আমরা আমাদের পক্ষ থেকেও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X