alo
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ
ডেঙ্গু

২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগী ১৬৫

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২, ০৭:০১ পিএম

২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগী ১৬৫
alo

নিউজনাউ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৬৫ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৫৩ জন। এবছর এখন পর্যন্ত এত রোগী একদিনে আর পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের ১২৫ জন ঢাকার, বাকিরা ঢাকার বাইরে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭৭ জন।

বুধবার  (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫২১ জন রোগী ভর্তি। এর মধ্যে ঢাকাতেই আছে ৪৩৭ জন। বাকি ৮৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৯৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৪ হাজার ৩৯৭ জন।


নিউজনাউ/এসকে/২০২২

X