alo
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে কোভিডের ক্ষতি নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২, ০৮:৫৮ পিএম

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে কোভিডের ক্ষতি নিয়ে চিকিৎসকদের উদ্বেগ
alo


নিউজনাউ ডেস্ক: দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে কোভিডের ক্ষতিকর ভূমিকা উল্লেখ করার মতো। যার সঠিক চিকিৎসা কিভাবে হতে পারে এবং প্রতিরোধ ব্যবস্থা কিভাবে প্রয়োগ করা সম্ভব। সেই আলোকে রাজধানীতে ডায়াবেটিস সচেতনতা শীর্ষক এক সেমিনারে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসারা। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় গুলশানের লেকশোর হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত  হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু সুবোলো। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ.হি মি. পাম ভিয়েত চেন। 

Open photo

ডায়াবেটিস সচেতনতা শীর্ষক মূল চিকিৎসা প্রবন্ধ উপস্থাপন করেন, ম্যাক্স কিউর কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. সিয়াম ভূঞা। 

আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয় এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কিত প্রবন্ধের আলোকে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. আনিসুর রহমান, প্রফেসর ডা. হারুন উর রশীদ এবং প্রফেসর ডা. সাইফুল্লাহ পাটোয়ারী। 

এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, ডা. নিশাত জাহান জেবা। এছাড়া আরো বক্তব্য রাখেন, ম্যাক্স কিউর কোয়ার লিমিটেডের পরিচালক ডা. সিনেসার রহমান।

নিউজনাউ/আরবি/২০২২

X