alo
ঢাকা, সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রাম হঠাৎ চোখ রাঙাচ্ছে করোনা, শনাক্ত ১৫ শতাংশ

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২২, ১১:৪৪ এএম

চট্টগ্রাম হঠাৎ চোখ রাঙাচ্ছে করোনা, শনাক্ত ১৫ শতাংশ
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে হঠাৎ করেই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। গত এক সপ্তাহ যাবত দৈনিক করোনা শনাক্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩১ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৫.০৫ শতাংশ।

শনিবার (০১ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে এইসব তথ্য জানানো হয়।

তাদের পাঠানো প্রতিবেদন সূত্রে জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত ২০ জন নগরের এবং ১১ জন উপজেলার বাসিন্দা। এসময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় ১ জন, হাটহাজারীতে ৩ জন এবং মীরসরাইয়ের বাসিন্দা ৭ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৯৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এদের মধ্যে নগরে ৯৪ হাজার ৩১ জন এবং ৩৪ হাজার ৯৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

নিউজনাউ/পিপিএন/২০২২

X