alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

৩ টি বই বাদ দিয়ে আদর্শ প্রকাশনীকে স্টল দিলে সমস্যা কোথায়: হাইকোর্ট

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:১৮ পিএম

৩ টি বই বাদ দিয়ে আদর্শ প্রকাশনীকে স্টল দিলে সমস্যা কোথায়: হাইকোর্ট
alo

নিউজনাউ ডেস্ক:  বাংলা একাডেমি যে তিনটি বই নিয়ে আপত্তি জানিয়েছে, ওগুলো বাদ দিয়ে আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দ দিলে সমস্যা কোথায়, এ নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে এ কথা বলেন।

এ সময় আদালত বলেন, ওই তিনটি বই বাদ দিয়ে আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দ দিলে কোনো সমস্যা থাকার কথা নয়। এ বিষয়ে বিকেল ৩টার মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিকে জানাতে বলেছেন আদালত। পরে এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। আর আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য এ দিন ধার্য করে আদেশ দেন। তারও আগে গত ২ ফেব্রুয়ারি রিট আবেদনটি দায়ের করা হয়।

রিটে আদর্শ প্রকাশনীকে পাঠানো চিঠিতে স্টল বরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন স্টল বরাদ্দ দেয়া হবে না সেই মর্মে রুল জারিসহ নির্দেশনা চাওয়া হয়।

রিটে বাংলা একাডেমির মহাপরিচালক ও মেলার আয়োজকদের সভাপতিসহ চারজনকে বিবাদী করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান বাদী হয়ে রিটটি দায়ের করেন।

নিউজনাউ/এফএস/২০২৩

X