alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে আ.লীগের সংসদীয় দলের বৈঠক চলছে

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:৩৪ পিএম

রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে আ.লীগের সংসদীয় দলের বৈঠক চলছে
alo

 

নিউজনাউ ডেস্ক: কে হবেন রাষ্ট্রপতি? তা চূড়ান্ত করতেই বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

রাষ্ট্রপতি পদে তিনজনের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মোস্তাফিজুর রহমান ফিজারসহ বেশ ক’জন।

দলটির নেতারা জানান, দলীয় ফোরাম বা সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতির মনোনয়নের বিষয়টি বিশদভাবে আলোচনা করা হয় না, তবে পার্টি প্রধান নিজেই বা তার পক্ষে একজন সংসদ সদস্য একটি নাম প্রস্তাব করেন এবং অন্য সদস্যরা তাতে সমর্থন দেন।

আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই–বাছাই করা হবে।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X