alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বান্দরবানে র‍্যাবের অভিযান: ১৭ জঙ্গিসহ কেএনএফের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:১৩ পিএম

বান্দরবানে র‍্যাবের অভিযান: ১৭ জঙ্গিসহ কেএনএফের তিন সদস্য গ্রেপ্তার
alo


নিউজনাউ ডেস্ক: বান্দরবানে অভিযান চালিয়ে ১৭ জন জঙ্গি সদস্য ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, দুইদিন ধরে এই অভিযান চালানো হয়। অভিযানকালে থানচির দুর্গম রেমাক্রি ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় মঙ্গলবার ভোরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে র‍্যাবের আট সদস্য আহত হন। 

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন সাংবাদিকদের জানান, জঙ্গিরা থানচি এলাকায় জড়ো হচ্ছে এমন খবর জানতে পারে র‍্যাব। গত ২৮ জানুয়ারি র‍্যাবের একটি দল রেমাক্রি এলাকায় রওনা দেয়। জঙ্গিরা রেমাক্রি নতুন ব্রিজের এলাকা দিয়ে মঙ্গলবার ভোরে পার হবে- এ খবর পেয়ে র‍্যাব সদস্যরা ওই এলাকার আশপাশে অবস্থান নেন। র‍্যাব সদস্যদের দেখে জঙ্গিরা গুলি ছুড়তে থাকে। জঙ্গিদের সঙ্গে কেএনএফের সদস্যরাও ছিল। র‍্যাব আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।

জানা যায়, থানচি সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে রেমাক্রি এলাকায় হেঁটে পৌঁছাতে দুই ঘণ্টা সময় লাগে। দুর্গম হওয়ায় এ এলাকা নিরাপদ ভেবে অবস্থান নেয় জঙ্গি ও কেএনএফ সদস্যরা। মঙ্গলবার গোলাগুলির সময় জঙ্গিদের সঙ্গে যোগ দেয় কেএনএফ। গোলাগুলিতে জঙ্গিদের সহায়তা করা কেএনএফের জন্য নতুন নয়। এর আগেও কয়েকবার জঙ্গিদের দমন করতে গিয়ে র‍্যাবকে কেএনএফের মুখোমুখি হতে হয়েছে।

গতকাল ব্রিফিংয়ে র‍্যাব জানিয়েছে, কোনো পাহাড়ি গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে না। জঙ্গি নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

নিউজনাউ/আরবি/২০২৩

X