alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বাসদ পরিবার গড়ে তোলার লক্ষ্যে বার্ষিক মিলনমেলা শুক্রবার

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:৫৮ পিএম

বাসদ পরিবার গড়ে তোলার লক্ষ্যে বার্ষিক মিলনমেলা শুক্রবার
alo

 

নিউজনাউ ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সর্বস্তরের সমর্থক-শুভানুধ্যায়ী-দরদীদের ঊনবিংশতিতম বার্ষিক মিলনমেলা (পুনর্মিলনী) অনুষ্ঠিত হবে আগামীকাল (শুক্রবার)। ফেব্রুয়ারির ১০ তারিখ দিনব্যাপী ঢাকার গুলিস্তানের মহানগর নাট্য মঞ্চের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও দলটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। 

বিবৃতিতে ঊনবিংশতিতম এ মিলনমেলায় দলটির সমর্থক-শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে আরও জানান, অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি: ঢাকা প্রতিজন ৩০০ টাকা, ঢাকার বাইরে প্রতিজন ২০০ টাকা, অনুর্ধ ১২ বছর ১৫০ টাকা।

প্রতি বছর একবার দলের পক্ষ থেকে ‘ক্ষুদ্র স্বার্থকেন্দ্রিক পরিবারের গণ্ডি কাটিয়ে বৃহত্তর বাসদ পরিবার গড়ে তোলার ক্ষেত্র প্রস্তুত করার’ আহ্বান নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়। স্মৃতিচারণ, দলের কাজ নিয়ে আলোচনা, পরামর্শ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উৎসবমুখর এই আয়োজনে সর্বস্তরের সমর্থক-শুভানুধ্যায়ী-দরদীরা, পরিবার-পরিজন, সন্তান-সন্ততি নিয়ে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে দলের সমর্থক-শুভানুধ্যায়ী-দরদী ছাড়াও বাম প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারীসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এবারের আয়োজনেও সবাই উপস্থিত থাকবেন বলে দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X