alo
ঢাকা, রবিবার, অক্টোবর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

নবীরুলের ২৯ বইসহ বাতিল হলো পুরো তালিকা

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২, ০৩:০৪ পিএম

নবীরুলের ২৯ বইসহ বাতিল হলো পুরো তালিকা
alo

 


নিউজনাউ ডেস্ক: সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়াতে পাঠাগারের জন্য কিনতে যাওয়া ১৪শ’ বইয়ের তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের লেখা ২৯টি বই থাকার অভিযোগে পুরো তালিকা বাতিল করা হয়েছে। 

সরকারি কর্মকর্তাদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ২৯টি বই থাকা তালিকা বাতিল করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের এ তথ্য জানান।


এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। পরবর্তী অর্থবছর থেকে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক বই কেনা হবে বলে জানান আলী আজম।

 

নিউজনাউ/এবি/২০২২

X