alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

দুদকের ডিজি পদে পদোন্নতি পেলেন তিন পরিচালক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০৫ পিএম

দুদকের ডিজি পদে পদোন্নতি পেলেন তিন পরিচালক
alo

নিউজনাউ ডেস্ক: তিনজনকে মহাপরিচালক, ছয়জনকে পরিচালক ও আটজনকে উপ-পরিচালকসহ মোট ১৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


 

প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালক থেকে তিনজনকে মহাপরিচালক, উপ-পরিচালক থেকে ছয়জনকে পরিচালক ও সহকারী পরিচালক পদে থাকা আটজনকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পরিচালক থেকে যে তিনজন মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন- মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন।

উপ-পরিচালক থেকে যে ছয়জন পরিচালক হয়েছেন তারা হলেন- এসএম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশারফ হোসেইন মৃধা।

সহকারী পরিচালক পদ থেকে যে আটজন উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন- মো. শহীদুল আলম সরকার, মো. একেএম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও একেএম ফজলে হোসেন।

এদিকে এই পদোন্নতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন সহকর্মীরা এবং নতুন তিন মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। দুদকে একযোগে এতো কর্মকর্তার পদোন্নতিতে প্রতিষ্ঠানটি গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 


নিউজনাউ/এবি/২০২২

X