alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

৫ টাকার মোমবাতি ৫০ টাকা!

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২২, ০৭:৩৮ পিএম

৫ টাকার মোমবাতি ৫০ টাকা!
alo

 

নিউজনাউ ডেস্ক: জাতীয় গ্রিডে সমস্যার করণে মঙ্গলবার দুপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এ চরম দুঃসময়েও অনেক ব্যবসায়ীকে ফায়দা লুটার চেষ্টা করতে দেখা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর নিকেতন বাজার ও গুলশান এলাকায় মুনাফাখোর ব্যবসায়ীরা ৫ টাকার মোমবাতি বিক্রি করছেন ৫০ টাকা দরে। ৫ টাকার মোমবাতি ৫০ টাকাও পাওয়া যাচ্ছে না। বাজারের বেশিরভাগ মুদির দোকানে মোমবাতি পাওয়া যায়নি। তবে কিছু দোকানে পাওয়া গেলেও একটি মোমের দাম নেওয়া হচ্ছে ৫০ টাকা।

নিকেতন বাজারের মুদি দোকানি জাহাঙ্গীর বলেন, আমাদের বাজারে কোনো দোকানেই মোমবাতি পাওয়া যাচ্ছে না। মুদি দোকানে যা মোমবাতি ছিল সব বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করেছেন এমন প্রশ্নে দোকানিরা জানান, ১০ থেকে ১৫ টাকা প্রতি পিস মোমবাতি বিক্রি করেছি। 

গুলশানের বিভিন্ন দোকানে দেখা গেছে, মোমবাতি ক্রেতাদের উপচে পড়া ভিড়। দোকানির কাছ থেকে মোম কিনতে ক্রেতারা কাড়াকাড়ি করছেন। তবে বিক্রেতা একজন ক্রেতার কাছে দুটির বেশি মোমবাতি বিক্রি করছেন না।

সম্রাট নামের নিকেতনের এক ক্রেতা বলেন, বিদ্যুৎ না থাকার সুযোগে দোকানদাররা ৫ টাকার মোম ২০ টাকা করে নিচ্ছে। বেশি দাম হলে আমাদের নিতে হচ্ছে। কারণ বাসায় কোনো লাইট নেই। সন্ধ্যা থেকেই অন্ধকারে আছি। কোনো মুদি দোকানে মোমবাতি পাইনি। এখানে এসে দুটা পেলাম। এসময় উত্তেজিত হয়ে তিনি বলেন, এসব মুনাফাখোরদের উপর আল্লাহর গজব পড়ুক। 

নিউজনাউ/এবি/২০২২

X