নিউজনাউ ডেস্ক: ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনী বাংলাদেশে গণহত্যা চালিয়েছে উল্লেখ করে এর নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে একটি রেজুলেশন আনা হয়েছে। হাউজ অব রিপ্রেজেন্টেটিভ স্টিভ ক্যাবট ১৪ অক্টোবর এই রেজুলেশনটি (এইচ১৪৩০) আনেন। রেজুলেশনের নাম হচ্ছে ‘১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার স্বীকৃতি’।
তাদের উত্থাপন করা রেজুলেশনে ১৯৭১ সালে বর্বরতা ও গণহত্যার জন্য বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান করা হয়েছে।
রিপাবলিকান পার্টির সদস্য চাবট এক টুইটে জানান, আমরা লাখ লাখ মানুষকে হত্যার কথার স্মৃতি অবশ্যই ভুলতে দিতে পারি না। এ গণহত্যার স্বীকৃতির নথি আরো ইতিহাসকে শক্তিশালী করবে, আমাদের সহকর্মীদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। এতে যে অপরাধের ইতিহাস থেকে মুছে যায় না তা অপরাধীরা জানতে পারবে।
চাবট বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যা কোনোভাবেই ভোলার নয়। আমি র খান্নার সহযোগিতায় সেই গণহত্যার স্বীকৃতি জন্য আইনি স্বীকৃতি চাইছি। এটি আসলেই গণহত্যা ছিল।
তিনি আরও বলেছেন, ১৯৭১ সালের বাংলাদেশে চালানো গণহত্যার ঘটনা ভুলে যাওয়া ঠিক হবে না। আমার ওহিওর সহকর্মীর সহযোগিতায় বাঙালি ও হিন্দুদের ওপর চালানো নৃশংসতা বিশেষ করে যার সঙ্গে গণহত্যার ঘটনা ঘটেছে, তাকে স্বীকৃতি দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের হত্যাযজ্ঞের শিকার হন সেলিম রেজা নূরের বাবা শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেন। তিনি বলেন, এই গণহত্যা অবশেষে মার্কিন কংগ্রেসে স্বীকৃতি পাচ্ছে।
সূত্র: এনডিটিভি
নিউজনাউ/এসএইচ/২০২২