নিউজনাউ ডেস্ক: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শি জিনপিং কমিউনিস্ট পার্টির কংগ্রেসে নতুন মেয়াদে শীর্ষ পদে উঠে এসেছেন। সপ্তাহব্যাপী কংগ্রেসের পর তৃতীয় মেয়াদে তিনি চীনের নেতা নির্বাচিত হন।
চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সে তুং। তাঁর পর থেকে আর কোনো নেতা পরপর তিনবার চীনের প্রধান পদে বসেননি। সেই রেকর্ড ভেঙে দিলেন জিনপিং। একই সঙ্গে এদিন স্থায়ী কমিটিও ঘোষণা করেন তিনি।
নিউজনাউ/এসএইচ/২০২২