নিউজনাউ ডেস্ক: অসাধুচক্রের কারণে আমাদের (ঢামেক) কটু কথা শুনতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
শনিবার (২৯ অক্টোবর) মেডিকেল কলেজের গ্যালারি-১-এ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ কর্তৃক আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা আইসিইউ ও এইচডিইউতে সব ধরনের ওষুধ বিনা মূল্যে দিয়ে থাকি। কিন্তু কিছু অসাধু সেগুলো এখান থেকেই রোগীদের কিনিয়ে দিচ্ছে। এই চক্রের কারণে আমাদের কটু কথা শুনতে হয়। এর জন্য চিকিৎসকদের সাবধান হতে হবে। বহিরাগত লোকদের মাধ্যমে যাতে কোনো খারাপ বিষয় এখানে না হয়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।’
ডা. নাজমুল হক আরও বলেন, ‘আমাদের এখানে নিউরোসার্জারি চিকিৎসার জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করা প্রয়োজন। এই উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় বাস্তবায়নে সময় লাগছে।
তিনি বলেন, নিউরোসার্জারি বিভাগের চিকিৎসায় যদি ৫০টা শয্যা নতুন সংযোজন করা যায়, সেটাও পরিপূর্ণ হবে না। দেখা যাবে, এই ৫০টি পূর্ণ হতে সর্বোচ্চ দুই দিন সময় লাগবে। তাই অবশ্যই বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন।
নিউজনাউ/এসএইচ/২০২২