নিউজনাউ ডেস্ক: করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।ফলে টানা তৃতীয় দিনের মতো মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। এই তিন কেউ মারা যাওয়ায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪২৬ জনে রয়েছে।
একই সময়ে আরও ৬২ জনের শরীরে করোনা ধরা পড়েছে।তাদের নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন।
নিউজনাউ/এসএইচ/২০২২