নিউজনাউ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হলের ছাত্রীদের গাছে ওঠা নিষেধ করেছে হল কর্তৃপক্ষ। এক নোটিশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে ওই নোটিশের ছবি ফেসবুকে পোস্ট করেন একজন শিক্ষার্থী। এখন তা ভাইরাল।
নোঠিশে বলা হয়েছে, ‘রোকেয়া হলের সকল ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনে/রাতে গাছে ওঠা সম্পূর্ণ নিষেধ।’
পোস্টে তিনি তার সহপাঠিকে মেনশন করে লিখেছেন, “মনে কর এটা ২০১৩ সালে শামসুন নাহার হলে দিতো। তোদের আম বরই ভর্তা কেমনে খাওয়াইতাম?”
নিউজনাউ/এসএইচ/২০২২