alo
ঢাকা, রবিবার, নভেম্বর ২৭, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

গত বছর ধর্ষণের ঘটনা ৮১০টি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২২, ০৯:৪৮ পিএম

গত বছর ধর্ষণের ঘটনা ৮১০টি
alo

নিউজনাউ ডেস্ক: বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মতে গত বছর (২০২১) সারাদেশ মোট  ৮১০টি ধর্ষণের ঘটনা ঘটেছে ।


বুধবার (১৬ নভেম্বর) সংগঠনটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। 

দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়।

সংগঠনটি আরও জানায়, ২০২১ সালে সংঘবদ্ধ ধর্ষণ ২২৫টি, ধর্ষণের চেষ্টা ১৯২টি, উত্যক্তকরণ ও যৌন হয়রানি ৯৬টি ও যৌতুকের ১১৪টি ঘটনা ঘটেছে।

সমীক্ষায় ১৮ বছরের কম বয়স্কদের কন্যা এবং ১৮ বছরের বেশি বয়স্কদের নারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ধর্ষণের শিকার নারী ও কন্যার সংখ্যা বেশি। নারীদের তুলনায় কন্যারা বেশি ধর্ষণের শিকার হয়েছে। কন্যাদের মধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে বেশি। ধর্ষণের ক্ষেত্রে এই হার ৪৫ শতাংশ, দলবদ্ধ ধর্ষণের ক্ষেত্রে ৫২ শতাংশ এবং উত্ত্যক্তের ক্ষেত্রে ৬৭ শতাংশ।

শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত মানুষ, বিশেষ করে নিকট আত্মীয় ও প্রতিবেশীদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে বলে জানায় সংগঠনটি।

নিউজনাউ/এসএইচ/২০২২

X