alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
logo

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭


Sejuti Khan   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২২, ০২:৩০ পিএম

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭

নিউজনাউ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৬৭ জন।  
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশ।

 

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৯৩ নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৮৯টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৯৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ১৯ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৩ দশমিক ৮৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

 

 


নিউজনাউ/এসকে/২০২২

X