alo
ঢাকা, রবিবার, নভেম্বর ২৭, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
logo

সারাদেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯৬


Rigan Bhuiyan   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২২, ০৬:৫৫ পিএম

সারাদেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯৬


নিউজনাউ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১৯৬ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩২১ এবং শনাক্ত ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জন।

শুক্রবার (২৬ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৩৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭২১টি। এ নিয়ে দেশে মোট ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৯১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৫ শতাংশ।

এদিন করোনাভাইরাস থেকে সুস্থতা লাভ করেছেন ২৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

নিউজনাউ/আরবি/২০২২

X