alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
logo

চৌমুহনীতে আ.লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি বুধবার


Rigan Bhuiyan   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২২, ০৭:৩৯ এএম

চৌমুহনীতে আ.লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি বুধবার


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় বুধবার (৩১ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার এ আদেশ জারি করেন।

উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ গ্রহণ করলো প্রশাসন।

উপজেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিকেলে বেগমগঞ্জ উপজেলা বিএনপি বেলা তিনটায় বেগমগঞ্জ উপজেলা স্টেডিয়ামে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এ জন্য গতকাল সোমবার পুলিশ প্রশাসনের অনুমতিও নেওয়া হয়েছে। কিন্তু একই স্থানে ও একই দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চৌমুহনী পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আগামীকাল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিউজনাউ/আরবি/২০২২

X