alo
ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
logo

সংসদে ৬টি স্থায়ী কমিটি পুনর্গঠন


Shahadat Shawon   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২২, ০২:২০ এএম

সংসদে ৬টি স্থায়ী কমিটি পুনর্গঠন

নিউজনাউ ডেস্ক: জাতীয় সংসদে মঙ্গলবার (৩০ আগস্ট) ৬টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

কমিটিগুলো হলো- সংসদ কার্যউপদেষ্টা কমিটি, লাইব্রেরি কমিটি, পিটিশন কমিটি, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বিধি অনুযায়ী কমিটিগুলোর মধ্যে প্রথম ৪টি কমিটি পুনর্গঠনের মনোনয়ন দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  বাকি ২টি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূর- ই-আলম চৌধুরী।

প্রথম ৪টি কমিটিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর পদাধিকার বলে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে লাইব্রেরি কমিটির সভাপতি করা হয়েছে। 

ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে সরকারি দলের সদস্য বেনজির আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।


নিউজনাউ/এবি/২০২২

X