alo
ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
logo

`মিয়ানমার থেকে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না'


Partha Protim Nandy   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২২, ০২:৪৮ এএম

`মিয়ানমার থেকে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না'

নিউজনাউ ডেস্ক: মিয়ানমারে সংঘাত হচ্ছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে আর একজন লোককেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।

শনিবার  (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের লাক্কাতোড়া গলফ ক্লাব মাঠে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, মিয়ানমারের ওখানে কিছু ভায়োলেন্স হচ্ছে। আমরা আমাদের বর্ডার সিল করেছি। মিয়ানমার যত উস্কানিই দিক না কেন সীমান্ত দিয়ে সেদেশ থেকে আর কাউকে ঢুকতে দেয়া হবে না। মিয়ানমারের লোক আমাদের দিকে যাতে না আসতে পারে সে জন্য বিজিবিকে সতর্ক করেছি। পাশাপাশি মিয়ানমার সরকারের সঙ্গেও নিয়মিত আলাপ করছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, কোনো দুর্ঘটনা ঘটবে না। আমরা অবজার্ভ করছি।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় তাদের রাষ্ট্রদূতকে ডেকে এনে বলা হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজনাউ/পিপিএন/২০২২
 

X