alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

মোছলেমের শূন্য আসনে নৌকার মাঝি কে?

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:৪২ এএম

মোছলেমের শূন্য আসনে নৌকার মাঝি কে?
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৮ আসনে গতচ ছয় বছরে তিনবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি মাঈনুদ্দিন খান বাদল নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তিনি বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি।

মাত্র ১ বছরের মাথায় ২০১৯ সালের ১৬ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান চট্টগ্রাম-৮ আসন থেকে ৩বার নির্বাচিত এ সফল সাংসদ।

২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

তিনি তিন বছরের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর গত ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আগামী তিন মাসের মধ্যে আবারও এই আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

আলোচনায় আছেন, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদের স্ত্রী শিরিন আহমেদ, এই আসনেরই আরেক সাবেক সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খান, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বড় ছেলে মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এস এম আবুল কালাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সভাপতি সুকুমার চৌধুরী, বিজিএমইএ নেতা এস এম আবু তৈয়ব, আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সুজনসহ আলোচনায় আছেন বিএনএফ–এর সাবেক এমপি আবুল কালাম আজাদ। এছাড়াও মোহরা বাড়ি হওয়ায় সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামও মনোনয়ন প্রত্যাশা করছেন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, মহানগরীর মোহাম্মদপুর ও পাঁচলাইশ নিয়ে গঠিত এ আসনে প্রয়াত সফল সাংসদ মোছলেম উদ্দীনের পর এবার কে ধরতে পারে নৌকার বৈঠা? এমন প্রশ্নে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা বলছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই সবাই থাকবে। তাকে জিতিয়ে আনতে অতীতের মতো লড়াই করবে।

এ আসনে ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫ ভোটার আছেন। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ১৯৮ পুরুষ এবং ২ লাখ ৩৩ হাজার ২৮৭ নারী।

নিউজনাউ/এআর/পিপিএন/২০২৩

X