alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

দেশের সব ইউনিয়নে বিএনপির পদযাত্রা আজ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:৫৫ এএম

দেশের সব ইউনিয়নে বিএনপির পদযাত্রা আজ
alo


নিউজনাউ ডেস্ক: সারাদেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির ‘পদযাত্রা’ আজ। বিএনপি ছাড়াও সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট একযোগে এ কর্মসূচি পালন করবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য, সার, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি করছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা বিভাগীয় শহরগুলোয় ইতোমধ্যে নীরব পদযাত্রা করেছি। শনিবার তৃণমূল তথা ইউনিয়ন পর্যায় থেকে পদযাত্রা করব। আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচির উদ্দেশ্য একটাই, গ্রাম-ইউনিয়নে যুগপৎ আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা দাবিকে ছড়িয়ে দেয়া। এই কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা নেতাদের কাছে পাঠানো বার্তায় ইউনিয়নের পদযাত্রায় স্থানীয় বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদযাত্রায় অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

নিউজনাউ/আরবি/২০২৩

X