alo
ঢাকা, রবিবার, অক্টোবর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা গ্রেপ্তার, রিজভীর প্রতিবাদ

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৭ পিএম

চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা গ্রেপ্তার, রিজভীর প্রতিবাদ
alo

 

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের হোটেল রেডিসন ব্লুর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে তাকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিউজনাউকে নিশ্চিত করেছেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা। 

তিনি বলেন,  শরিফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে এক বিবৃতিতে রিজভী বলেন, বুধবার রাতে চট্টগ্রাম মেট্রো চ ১১-৮৩৩৫ হাইয়েজ গাড়িতে করে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে, ‘সাদা পোশাকে সরকারি বাহিনীই তাকে তুলে নিয়ে গেছে।’

অবিলম্বে শরীফুল ইসলাম তুহিনের সন্ধান দাবি করেন এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান‌ বিএনপির এই মুখপাত্র।

তু‌হিনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস্য স‌চিব আবুল হাশেম বক্কর। 

নিউজনাউ/পিপিএন/২০২২

X