alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

দেশ ও দলের জন্য সাজেদা আপার ত্যাগ অপূরনীয়: ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৩৬ পিএম

দেশ ও দলের জন্য সাজেদা আপার ত্যাগ অপূরনীয়: ইঞ্জিনিয়ার মোশাররফ
alo

 

চট্টগ্রাম ব্যুরো: বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা , সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

সোমবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরখান গণমাধ্যমে ইঞ্জিনিয়ার মোশাররফের এই শোকবার্তা পাঠান।

শোকবার্তায় মোশাররফ বলেন, সাজেদা আপার মৃত্যুতে দেশ ও দলের যে ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হবার নয়। মহান মুক্তিযুদ্ধ , স্বাধীনতার পর দেশ পুনর্গগঠন, পরবর্তিতে গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে দেশ ও দলের জন্য তার যে ত্যাগ ও অবদান তা এ দেশের মানুষ কখনও ভুলবে না।

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান ইঞ্জিনিয়ার মোশাররফ।

প্রবীণ রাজনীতিক সৈয়দা সাজেদা চৌধুরী রবিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৪০টা মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফরিদপুরে জন্ম নেওয়া সৈয়দা সাজেদা চৌধুরীর শ্বশুরবাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

নিউজনাউ/পিপিএন/২০২২

X