alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে যুবলীগ সহসভাপতিকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২২, ০২:১২ এএম

লক্ষ্মীপুরে যুবলীগ সহসভাপতিকে গুলি করে হত্যা
alo

 

নিউজনাউ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্মা দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন পাটোয়ারী (৪০) একই ইউনিয়ন শাখা যুবলীগের সহসভাপতি ছিলেন।

পুলিশ বলছে, শুক্রবার রাতে আলাউদ্দিন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে একটি ডোবায় পড়ে যান। তখন তাঁকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও এক সময়ের আলোচিত সন্ত্রাসী বাহিনীর প্রধান আবুল কাশেম জেহাদীর চাচাতো ভাই এবং সহযোগী ছিলেন তিনি।  
গুলিতে আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কমলশীষ রায়।

তিনি বলেন, রাত প্রায় ১১টার দিকে আলাউদ্দিনকে হাসপাতালে আনা হয়েছে। এ সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পথেই তার মৃত্যু হয়েছে। মৃতদেহের বুকে গুলির চিহ্ন রয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, আলাউদ্দিনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসেছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলি। আমি ঘটনাস্থলে যাব। সেখান থেকে ফিরে বিস্তারিত বলতে পারব।

নিউজনাউ/পিপিএন/২০২২

X