alo
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বাঁশখালী আ.লীগের নেতৃত্বে ফের মোস্তাফিজ-গফুর

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২২, ০৩:৪০ পিএম

বাঁশখালী আ.লীগের নেতৃত্বে ফের মোস্তাফিজ-গফুর
alo

 

চট্টগ্রাম ব্যুরো: ২৬ বছর পর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম পর্ব শেষ হয় গত ৬ ডিসেম্বর। নেতা-কর্মীদের আশা ছিল নতুন নেতৃত্ব পাবেন তারা। কিন্তু সভাপতি পদে বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক আবদুল গফুর বহাল রয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেটের অদূরে নাসিরাবাদ এলাকার সামারা কনভেনশন সেন্টারে কাউন্সিল অধিবেশনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি মৌখিক ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে সমর্থন নিয়ে তাদের নাম ঘোষণা করেন।

এর আগে গত ৫ ডিসেম্বর বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। কাউন্সিল নিয়ে দুই জনই সমঝোতা করেছেন। তাদের সমঝোতার ভিত্তিতে কাউন্সিল অধিবেশনে তাদেরকেই পুনরায় বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তারা বসে সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি দেবেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে নাপোড়ায় সম্মেলনে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের বাঁশখালী উপজেলা কমিটি গঠন করা হয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক রণতোষ দাশ ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রায়হানুল হক চৌধুরীকে বহিষ্কার করা হয়। পরে ২০০২ সালে এমপি সুলতানুল কবির চৌধুরী (প্রয়াত) পরে অধ্যাপক আবদুল গফুরকে সাধারণ সম্পাদক, মো. এনামকে যুগ্ম সম্পাদক এবং মহিউদ্দিন চৌধুরী খোকাকে সাংগঠনিক সম্পাদক পদে পদায়ন করা হয়েছিল। সেই থেকে তারা এসব পদে আছেন।

নিউজনাউ/পিপিএন/২০২২

X