alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ফের পেছালো সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২২, ০৫:১৭ পিএম

ফের পেছালো সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি
alo

নিউজনাউ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ের শুনানি ফের পেছানো হয়েছে। আগামী ৩০ জানুয়ারি শুনানির নতুন তারিখ ঠিক করেছেন আদালত।

রবিবার (১১ ডিসেম্বর) ঢাকার বিশেষ আদালত-৬’র বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। 


ইসমাইল চৌধুরী সম্রাট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৩০ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছে।

এর আগে গত ২০ অক্টোবর স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন সম্রাট। অন্যদিকে, দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখে আদালত। 

পরে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। পরে আদালত এদিন ধার্য করে।

ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে একই বছর ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। 

নিউজনাউ/এসএইচ/২০২২

X