প্রধানমন্ত্রীকে চট্টগ্রামে দাওয়াত দিয়ে আসলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মামুন
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ১০:২৩

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। এসময় তিনি তাঁর সন্তান সাদমান সারার রাফসানের বিয়েতে প্রধানমন্ত্রীকে চট্টগ্রামে আসার দাওয়াত দিয়েছেন। দাওয়াত কবুল করে প্রধানমন্ত্রী মামুনের পরিবারের জন্য দোয়া করেছেন বলে জানা গেছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে গণভবনে যান সীতাকুণ্ডের এই জনপ্রিয় রাজনীতিবিদ।
সাক্ষাৎ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তাঁর উপস্থিতিতে বিশাল জনসভা আয়োজনের জন্য চট্টগ্রামবাসীর প্রতি ধন্যবাদ জানান। এতবড় জনসভা সফল করার জন্য নেতাকর্মীদের প্রতিও তিনি ধন্যবাদ জানান। তিনি আবারও সুযোগ পেলে চট্টগ্রামে আসবেন বলে নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অব্যাহত শাসনামলের উন্নয়নের চিত্র জনগণের সামনে পৌঁছে দেয়ার কথা বলেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সদ্য সাবেক সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন সীতাকুণ্ডের জনপ্রিয় রাজনীতিবিদ এবিএম আবুল কাশেম মাস্টারের সন্তান। মরহুম আবুল কাশেম স্কুলশিক্ষক ছিলেন। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দু-দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তৃণমূল থেকে উঠে আসা এ নেতা বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার ছিলেন। আমৃত্যু পালন করে গেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব। ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। রাজনৈতিক দূরদর্শিতা ও পরিচ্ছন্ন রাজনীতির কারণে তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে।
তাঁর যোগ্য সন্তান হিসেবেই সীতাকুণ্ডের মাটি ও মানুষের সাথে মিশে স্কুল জীবন থেকেই রাজনীতি করছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। দুইবারের নির্বাচিত এই উপজেলা চেয়ারম্যানের আসন্ন সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে নির্বাচন করার জোর দাবি আছে এলাকাবাসীর পক্ষ থেকে।
নিউজনাউ/পিপিএন/২০২২
প্রিয় চট্টগ্রাম থেকে আরও দেখুন

প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার (২৫ মে) বিকেল ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় ১১টি রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু করেছেন।প্রথম দফার বৈঠকে রয়েছেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্য'র সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির...

প্রধান উপদেষ্টার বাসভবনে আসতে শুরু করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দলের নেতারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন। দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। রবিবার (২৫ মে) বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম দফার বৈঠকে অংশ নিতে যাওয়া নেতারা যমুনায় প্রবেশ করেন।জানা গেছে, প্রথম দফায় প্রধান উপদেষ্টার সাথে...

'যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলোও জানানো হবে'
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে। তবে যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে না, সেগুলোও জনসম্মুখে প্রকাশ করা হবে। রবিবার (২৫ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুশীল সমাজের আলোচনায় সূচনা বক্তব্যে এসব...

রাজনৈতিক অস্থিরতা ও সংকট ঘিরে বাড়ছে প্রশ্ন
বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ বাড়ছে অস্থিরতা। একদিকে সর্বদলীয় সংলাপের তাগিদ, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ঘিরে বিতর্ক ও পদত্যাগের গুঞ্জন-সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কোথায় যাচ্ছে দেশের রাজনীতি? সংকটের সমাধান কীভাবে? নির্বাচনের রোডম্যাপ কি আদৌ আসছে?সম্প্রতি দুই উপদেষ্টার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে টানা আন্দোলনে অচল...

আমরা ভুলবো না, থামবো না : হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহীদ মিনারে। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান-যিনি বুক টানটান করে দাঁড়িয়েছিলেন হাসিনাশাহীর বিরুদ্ধে।গতকাল শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক...

২ উপদেষ্টা প্রসঙ্গে চরম মিথ্যা বলেছেন নাহিদ: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে দুই ছাত্র উপদেষ্টার সম্পর্ক নিয়ে দলটির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম চরম মিথ্যা বলেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। পোস্টে রাশেদ লিখেছেন, 'নাহিদ...

'প্রধান উপদেষ্টা ছাত্রদের ওপর বিরক্ত'
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য গড়ে উঠেছিল সেখানে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা এ ছাত্রদের ওপর বিরক্ত।শনিবার (২৪ মে) দুপুরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।নুর বলেন, 'গণহত্যার...

বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর আভাস লক্ষ্য করছি: আখতার
নিজস্ব প্রতিবেদক: বর্তমান বাংলাদেশ একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছেন বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর আভাস লক্ষ্য করছি। শনিবার (২৪ মে) দুপুরে দলটির কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক...

সম্পাদক ও প্রকাশক: মোঃ মানিক বাবলু
স্বত্ব © ২০২৩ Newsnow24