alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বরিশালের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়লো খুলনা

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৪৫ পিএম

বরিশালের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়লো খুলনা
alo

 

নিউজনাউ ডেস্ক: খুলনাকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নিজেদের ১০তম ম্যাচে সপ্তম জয় পেলে বরিশাল। তবে, বরিশালের বিপক্ষে হেরে বিপিএলের নবম আসরের প্রথম দল হিসেবে বিদায় নিল খুলনা টাইগার্স।

আজকের ম্যাচ হেরে প্লে-অফে খেলার সুযোগটাও খোয়ালো খুলনা টাইগার্স। কারণ আজকের ম্যাচসহ নিজেদের পরের ম্যাচগুলোতে খুলনা টানা জয় পেলে অন্যদিকে রংপুর রাইডার্ নিজেদের শেষ ম্যাচগুলোতে হারলে খুলনার প্লে-অফে খেলার সুযোগ  ছিল।

এদিকে, এই জয়সহ মোট ৭ জয়ে ১৪ পয়েন্ট অজর্ন করল সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইফতিখার আহমেদ (৫১) , ফজলে রাব্বি (৩৯) ও সাকিব আল হাসানদের (৩৬) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল।

টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় খুলনা টাইগার্স। দলের হয়ে ইয়াসির আলী চৌধুরী রাহি ৩৮ বলে৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬০ রান করেন। ২৪ বলে ৩৭ রান করেন অধিনায়ক শাই হোপ। ২৪ বলে ২৪ রান করেন নাহিদুল হাসান। বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও করিম জানাত। 

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X