alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

দুই মহাতারকার জন্মদিন আজ

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

দুই মহাতারকার জন্মদিন আজ
alo

নিউজনাউ ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার। যদিও এখনও একই ক্লাবে একসঙ্গে খেলার সুযোগ হয়নি তাদের। তবে জন্মদিনের তারিখে তাদের রয়েছে দারুণ মিল। এই যেমন আজ ৫ ফেব্রুয়ারি ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের জন্মদিন! শুভ জন্মদিন রোনালদো ও নেইমার। 

রোনালদোর জন্ম ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি। সে হিসেবে তিনি আজ পা রাখলেন ৩৮ বছরে। এদিকে রোনালদোর সাত বছর পরে আরেক মহাদেশে ১৯৯২ সালে জন্ম গ্রহণ করেন নেইমার জুনিয়র। সে হিসেবে তিনি আজ পালন করছেন নিজের ৩১তম জন্মদিন।

ক্যারিয়ারের নির্দিষ্ট একটা সময় নেইমার ও রোনালদো খেলেছেন স্প্যানিশ ক্লাবে। বার্সেলোনার হয়ে একজন জিতেছেন দলীয় সব শিরোপা। রিয়াল মাদ্রিদে খেলে অন্যজন পেয়েছেন দলের সঙ্গে ব্যক্তিগত সব সাফল্যও। এখন আবার দুজনই ছেড়েছেন স্প্যানিশ ক্লাব। একজন খেলছেন ফরাসি ক্লাব পিএসজিতে। অন্যজন মাতাচ্ছেন সৌদি আরবের লিগ। সেখানে সিআর সেভেন খেলছেন আল খেলাইফের জার্সিতে। 

রোনালদোর জন্ম ১৯৮৫-এ, পর্তুগালের মাদেইরা শহরে। মা-বাবা নাম রেখেছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে মিল রেখে। ছোটবেলায় ছিলেন অত্যন্ত গোবেচারা, নিরীহ প্রকৃতির। শৈশবে সমবয়সী নয়, খেলতে পছন্দ করতেন বড়দের সঙ্গে। বড়দের সঙ্গে খেলার সময় অনেক বেশ লাথি খেতে হতো। তবুও হতোদ্যম হতেন না। ছোটবেলা থেকেই অনুভব করতেন ফুটবলার হতে হবে।

ফুটবলার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়েই মাত্র ১২ বছর বয়সে খেলা শুরু করেন স্পোর্টিং দ্য লিসবোনে। একপর্যায়ে মাদেইরা থেকে পরিবার-পরিজন ছেড়ে চলে আসেন। এরপর কেবলই এগিয়ে চলার গল্প। ২০০৩-এ যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে ছয় বছর কাটিয়ে ২০০৯-এ গায়ে চাপান রিয়াল মাদ্রিদের জার্সি। ২০১৮ সালে রিয়াল ছেড়ে তিনি নাম লেখান জুভেন্টাসে। সেখানে অবশ্য বেশিদিন ছিলেন না। গত বছরই ফেরেন চেনা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এরই মধ্যে পাঁচটি ব্যালন ডি অর শিরোপা নিজের করে নিয়েছেন সময়ের সেরা এই তারকা।

এদিকে মাত্র ৯ বছর বয়সে পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে নাম লেখান নেইমার। তবে ৪ বছর পর ঐ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০১৩ মৌসুমে এ ফরোয়ার্ড যোগ দেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। তবে ২০১৭-১৮ মৌসুমের শুরুতেই ট্রান্সফার ফি'র রেকর্ড গড়ে বার্সা ছেড়ে ফ্রান্সের ক্লাব পিএসজিতে পাড়ি দেন নেইমার। সেখানে দাপটের সঙ্গে খেলছিলেন। তবে গত বছরের শেষ দিকে এ তারকা পড়েন চোটে। যে কারণে আপাতত তিনি রয়েছেন মাঠের বাইরে। দলও তার অভাব টের পাচ্ছে ভালমতই। 

নিউজনাউ/কেআই/২০২৩

X