নিউজনাউ ডেস্ক: নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করলো বার্সেলোনা। পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে লস ব্লাঙ্কোসরা। মূলত রিয়াল মাদ্রিদের হারের দিনে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে এগিয়ে যায় বার্সেলোনা।
রবিবার দিবাগত রাত ২টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা ও সেভিয়া। ম্যাচটিতে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
দলের পক্ষে গোল করেন জর্ডি আলবা, গাভি ও রাফিনহা। এই জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করার সুযোগ পেল বার্সেলোনা।
নিউজনাউ/আরবি/২০২৩