নিউজনাউ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা অলরাউন্ডার সুনীল নারাইন এবং এন্ড্রো রাসেল যোগ দিচ্ছেন বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমে।
বিপিএলের এবারের আসরে দারুণ খেলে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ জয় ও ৩ পরাজয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় স্থানে আছে তারা।
সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবেন রাসেল-নারাইন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এর আগে বিপিএলের বেশ কয়েকটি আসরেই খেলেছেন ক্যারিবিয়ান এই দুই অলরাউন্ডার।
নিউজনাউ/এমএন/পিপিএন/২০২৩