alo
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ফিঞ্চের

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০৪ এএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ফিঞ্চের
alo


নিউজনাউ ডেস্ক: এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার অধীনেই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অজিরা।

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনিগেডের হয়ে খেলতে দেখা যাবে তাকে। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে তার টি-টোয়েন্টি লিগে মাঠের নামার সম্ভাবনাই খোলা রয়েছে।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ফিঞ্চের করা ১৭২ রান আজও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ স্কোর। নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে ফিঞ্চ সাংবাদিকদের বলেন, 'আমি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারব না। তাই এটাই জাতীয় দল থেকে সরে যাওয়ার সেরা সময়। এখন অবসর নিলে দল সেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পাবে। আমার পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে যারা আমায় সমর্থন করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।'

৭৬টি টি-টোয়েন্টি ম্যাচে অজি দলকে নেতৃত্বে দিয়েছেন ফিঞ্চ। এটি বিশ্বরেকর্ডও বটে। ওয়ানডেতে ফিঞ্চের অধীনে অস্ট্রেলিয়া ৫৫টি ম্যাচ খেলেছে। ২০২১ সালে অভিষেক হওয়ার পর ফিঞ্চ মোট ৮৮০৪ আন্তর্জাতিক রান করেছেন। তার দখলে আছে ১৭ ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি সেঞ্চুরি।

নিউজনাউ/আরবি/২০২৩

X