alo
ঢাকা, শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

এমবাপ্পের পর ইনজুরিতে লিওনেল মেসি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:৩৯ পিএম

এমবাপ্পের পর ইনজুরিতে লিওনেল মেসি
alo

নিউজনাউ ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। কাপ দে ফ্রান্সের ম্যাচে মার্সেই-এর বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি। শেষ ষোলোর ওই ম্যাচে ২-১ গোলে হেরেছে পিএসজি। সংবাদ মাধ্যম এল ইকুয়েইপে এ তথ্য জানিয়েছে।

ইনজুরির কারণে শনিবারের লিগ ম্যাচে মোনাকোর বিপক্ষে খেলতে পারবেন না লিও। তবে পিএসজি আশা করছে, ১৪ ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে খেলতে পারবেন তিনি। 

ইনজুরির কারণে এর আগে মার্সেইয়ের বিপক্ষে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। মেসি-নেইমার জুটি গড়লেও সেরা ফুটবল খেলতে পারেননি। এরপর তার চোটের খবর বড় ধাক্কা হয়ে এসেছে দলের জন্য।

পিএসজি ১০টি লিগ শিরোপা জিতেছে। তবে জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগ আসলেই দলটির সেরা তারকারা ইনজুরিতে পড়েন। মেসি-এমবাপ্পের সঙ্গে ইনজুরিতে আছেন সের্গিও রামোসও। পিএসজির হয়ে মৌসুমে ১৫ গোল করেছেন মেসি তিনি।

নিউজনাউ/কেআই/২০২৩

X