alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আড়াই দিনেই অস্ট্রেলিয়ার হার, ইনিংস ব্যবধানের জয় রোহিতদের

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:১৬ পিএম

আড়াই দিনেই অস্ট্রেলিয়ার হার, ইনিংস ব্যবধানের জয় রোহিতদের
alo

 

 

নিউজনাউ ডেস্ক: ভারতের স্পিন বিষে কুপাকাত অজিরা।জাদেজার ভেলকির পর অশ্বিনের স্পিন ঘুর্ণিতে চুর্ণবিচুর্ণ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ।সফরকারীরা স্বাগতিক স্পিনারদের সামনে দাড়াতেই পারেনি। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের আড়াই দিনেই হেরে গেছে প্যাট কামিন্সের দল।

শনিনার (১১ ফেব্রুয়ারি) নাগপুরে দ্বিতীয় ইনিংসে ৯১ রানে গুটিয়ে গিয়ে সফরকারীরা দেখেছে ইনিংস ও ১৩২ রানের হার।

ভারত আজ প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হওয়ার পরই মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল দুই দল। ২২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার সামনে কঠিন লড়াই ছিল। নাগপুরে আজ তৃতীয় দিনে স্পিনবান্ধব উইকেটে রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জালে ফেঁসে যাওয়ার ঝুঁকিটাই ছিল সবচেয়ে বেশি। ঘটেছেও ঠিক তাই। আজ এক সেশনেই ১০ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ফেঁসেছে জাদেজাতে আর দ্বিতীয় ইনিংসে ফাঁসল অশ্বিনের জালে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। টেস্টে ভারতের মাটিতে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ইনিংস।

পিচের সুবিধা সুদে-আসলে তুলে ফাইফার বনেছেন অশ্বিন। ১২ ওভার হাত ঘুরিয়ে অভিজ্ঞ ভারতীয় তুলেছেন ৫ উইকেট, খরচ করেছেন  ৩৭ রান। বাকি দুটি উইকেট প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জাদেজার। পেসার হিসেবে দুটি উইকেট তুলেছন মোহাম্মদ শামি। বাকি যে একটি উইকেট সেটিও নিয়েছেন একজন স্পিনার। 

নাগপুরে অস্ট্রেলিয়ার দুই ইনিংসের ২০ উইকেটের ১৬টি নিয়েছেন স্পিনাররা। অস্ট্রেলিয়াও দেখিয়েছিলেন স্পিন ভেলকি, ভারতের ইনিংসের ৮ ব্যাটারকে ফিরিয়েছিল দুই অজি স্পিনার। তৃতীয় দিনে অজিদের দ্বিতীয় ইনিংস ধসাতে জাদেজা-অশ্বিন-অক্ষর মিলে তুলেছেন ৮ উইকেট। নাগপুরের পিচে যেন স্পিনের রাজত্ব!

চার টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার ভারত।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X