alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

১০২০ দিন পর কোহলির ১০০, ভারতের ২০০ পার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৪৯ পিএম

১০২০ দিন পর কোহলির ১০০, ভারতের ২০০ পার
alo

নিউজনাউ ডেস্ক: ভিরাট কোহলি, সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে আজ ৯ সেপ্টেম্বর ২০২২। কেটে গেছে আড়াই বছর, দিন গুনলে ১০২০ দিন। এ সময় সেঞ্চুরি করা ভুলেই গিয়েছিলেন কোহলি। বারবার হতে হতেও হচ্ছিলো না, অনেকেই হয়ত ধরেই নিয়েছিলেন কোহলি ফুরিয়ে গেছে। 

কিন্তু ১০২০ দিন পর আজ ৯ সেপ্টেম্বরে অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন ভিরাট কোহলি। তাও এমন এক ফর্মেটে যেটা হয়তো অনেকেই আশা করেনি। আফগানিস্তানের বিপক্ষে ৫৫ বলে করেছেন সেঞ্চুরি। ২০ ওভারে ভারতের ইনিংস শেষে কোহলির নামের পাশে আছে ৬১ বলে ১২২ রানের ইনিংস।

যার উপর ভর করে ভারত আফগানিস্তানকে ২১২ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত বেশ ভালো শুরু করে। আজকে নিয়মিত অধিনায়ক না থাকায় কে এল রাহুল দলের অধিনায়কত্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। এ ম্যাচে তিনিও করেছেন অর্ধশতক।

প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানরা ব্যাট করতে নেমেছে, 

X