নিউজনাউ ডেস্ক: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শনিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে জানালেন তিনি।
বেশ কিছুদিন ধরেই রানখরায় ভুগছেন অজি অধিনায়ক। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজে পাঁচ ম্যাচে তার সর্বোচ্চ রান ছিল মাত্র ১৫। এরপরই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। তবে সব আলোচনা-সমালোচনা থামিয়ে শনিবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ফিঞ্চ জানান, 'এখনই সময় এসেছে একজন নতুন নেতাকে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়ার এবং জেতার সর্বোত্তম সুযোগ দেয়ার। আমার যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন এবং সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।'
ওয়ানডে ক্রিকেট থেকেই বিদায় নিলেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন ফিঞ্চ। আসন্ন অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। হয়তো সেটার পর সব প্রকার ক্রিকেট থেকেও অবসর নেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
৩৫ বছর বয়সী ফিঞ্চ ১৪৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৭টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরিতে ওয়ানডেতে তার রান ৫ হাজার ৪০১ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ফিঞ্চ। যার মধ্যে ৩০টিতেই জয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেটি হবে তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।
নিউজনাউ/আরবি/২০২২