নিউজনাউ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।
সোমবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে টাইগারদের ম্যাচটি।
প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে রবিবার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।
আজকের অনুশীলনে অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না। তবে দলের বাকি ক্রিকেটাররা অবশ্য অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন। তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদরা করেছেন ব্যাটিং অনুশীলন। জানা গেছে, দলের টেল এন্ডারদের শক্তিমত্তা বাড়াতেই তাদের এমন অনুশীলন।
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।
স্ট্যান্ডবাই : শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান
নিউজনাউ/একে/২০২২