alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ভারত-নিউজিল্যান্ড ম্যাচও পরিত্যক্ত

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২২, ০৬:০৮ পিএম

ভারত-নিউজিল্যান্ড ম্যাচও পরিত্যক্ত
alo

  নিউজনাউ ডেস্ক: সুপার টুয়েলভে মাঠে নামার আগে ভারত-নিউজিল্যান্ডের নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সুপার টুয়েলভের লড়াইয়ের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল। তবে, বৃষ্টি বাগড়ায় মাঠে গড়ায়নি একটি বলও।

বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে বিশ্বকাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। বাংলাদেশ সময় বিকাল ৩টায় টস হওয়ার কথা থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাত ৮টা পর্যন্ত অপেক্ষার পর ম্যাচ রেফারি রঞ্জন মাদুরগেল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। উভয় দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে।


ভারত-নিউজিল্যান্ড দুটি দলই বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারত। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। আটে পাকিস্তান, নয় নম্বরে দক্ষিণ আফ্রিকা। সবার পরে আফগানিস্তান। 

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, গত চারদিন পর্যন্ত সূর্যের দেখা যায়নি, যে কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আমি অবাক হইনি। 


নিউজনাউ/এসএইচ/২০২২

X