alo
ঢাকা, শুক্রবার, ফেব্রুয়ারী ৩, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভেসে যেতে পারে বৃষ্টিতে

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২২, ০৩:৫৩ পিএম

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভেসে যেতে পারে বৃষ্টিতে
alo

নিউজনাউ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি যেন অবধারিত হয়ে গেছে। সুপার টুয়েলভে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। যার মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই (এমসিজি) বাতিল হয়েছে তিনটি ম্যাচ। আর একটি ম্যাচের ফল ছিল বৃষ্টিবিঘ্নিত। সেই এমসিজিতে বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল ম্যাচেও বৃষ্টির প্রবল সম্ভাবনার রয়েছে। এমন কথায় জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস।

বৃষ্টির কারণে রোববার (১৩ নভেম্বর) ফাইনাল সমাপ্ত করা না গেলে ম্যাচ গড়াবে এরপর দিন। তবে সেদিনও ৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে ৯৫ শতাংশ। 

রোববার ম্যাচ শুরু হওয়ার পর যদি বৃষ্টির কারণে বল  মাঠে না গড়ায় তাহলে রিজার্ভ ডেতে ২০ ওভারের ইনিংস ধরেই খেলা হবে। ফাইনালের নির্ধারিত দিনে শুধু ৩০ মিনিট বাড়তি বরাদ্দ রাখা হবে।

কিন্তু রিজার্ভ ডেতে ম্যাচ গেলে ২ ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে। ফলে, সোমবার ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকাল তিনটায়।

নিউজনাউ/এসএইচ/২০২২
 

X