নিউজনাউ ডেস্ক: মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেই এক দিনে দুটি অর্জনে ডিয়েগো ম্যারাডোনাকে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি। পঞ্চম বিশ্বকাপ খেলতে আসা মেসির গোল এখন ৮টি। আর কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার গোলসংখ্যাও ৮টিই। তবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল গ্যাব্রিয়েল বাস্তবতার- ১০টি।
লুসাইল স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে রবিবার রাতে মেক্সিকোর বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। বিশ্বকাপে মেসির এটি ২১তম ম্যাচ, দেশটির হয়ে কারও সর্বোচ্চ।১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনাও বিশ্ব মঞ্চে খেলেছিলেন ২১ ম্যাচ।
রবিবার মেক্সিকোর বিপক্ষে ম্যাচের বয়স তখন ৬৪ মিনিট। ডান দিক থেকে মেসি বল বাড়ান ডি মারিয়া। নিজের দৃঢ়তায় বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সের সামনে যান মেসি। ডি বক্সের বাইরে থেকে মাটি গড়ানো নিচু শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক। আর মাত্র একটি গোল পেলে ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন মেসি।
আগামী ৩০ নভেম্বর রাত ১টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই বিশ্বকাপে ম্যাচ খেলার পরিসংখ্যানেও ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন মেসি।
এছাড়াও সৌদি আরবের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৫টি ভিন্ন আসরে গোলে সহায়তার কীর্তি গড়েছেন মেসি।
মেক্সিকো বিপক্ষে আর্জেন্টিনার জয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেসি। বিশ্বকাপে এটি তাঁর সপ্তম। ফিফা বিশ্বকাপে ৭টি ম্যাচসেরার স্বীকৃতি আছে ক্রিস্টিয়ানো রোনালদোরও। ২০০২ আসরে পুরস্কারটি চালু হওয়ার পর থেকে এ দুজনই যৌথভাবে শীর্ষে।
নিউজনাউ/পিপিএন/২০২২