নিউজনাউ ডেস্ক: বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা দেশ। নোরা ফাতেহিই বা বাদ যান কেন? ইতিমধ্যেই ফুটবলের উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে তাঁকে। পর্তুগালের বিপক্ষে মরক্কোর ঐতিহাসিক জয়ে বাঁধভাঙা আনন্দের জোয়ারে ভাসছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। তার চেহারা থেকে যেন উচ্ছ্বাস ঝরে পড়ছে। মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত নোরা নিজ দেশের বিজয়ের পর বেলি ডান্সের মাধ্যমে তা উদযাপন করেছেন।
সেটির ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। জন্মস্থান কানাডা হলেও তার কর্মস্থল এখন ভারত। কিন্তু নিজে যে মরোক্কান, দেহে যে আরব রক্ত বইছে, সেটা ফাতেহি কখনো ভুলতে চান না।
কাতার বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচিত মরোক্কান-কানাডিয়ান অভিনেত্রী নোরা ফাতেহি। বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই তারকা তার নাচের জন্য বিশেষ খ্যাত। বিশ্বকাপে নিজ দেশের প্রতি সমর্থন জানাতে এরই মধ্যে এক দিন স্টেডিয়ামেও পৌঁছে গিয়েছিলেন তিনি।
কিন্তু বিশ্বকাপের মতো আয়োজনে নোরার পারফর্ম করার আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে মরক্কো ফুটবল দল। নকআউট পর্বে টাইব্রেকারে স্পেনকে হারানোর পর শনিবার কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে। ১৪ ডিসেম্বর তারা ফাইনালের লক্ষ্যে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে লড়বে।
আর মরক্কোর এই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন অভিনেত্রী নোরা ফাতেহি। মরক্কোকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে ইনস্টাগ্রামে একাধিক ভিডিও ও ছবি পোস্ট করেছেন এই আরব সুন্দরী।
নিউজনাউ/এসএইচ/২০২২