চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম সেশনে টস জিতে ব্যাটিং করছে ভারত। ব্যাটিং সহায়ক উইকেটে ভারতীয় ব্যাটারদের খুব একটা পরীক্ষা নিতে পারছিলেন না বাংলাদেশের দুই পেসার। ষষ্ঠ ওভারেই তাই বোলিংয়ে চলে আসেন অধিনায়ক সাকিব আল হাসান।
তবে তাতেও লাভ হলো না। যদিও ভারতের ওপেনিং জুটি ভেঙেছে স্পিনেই। শুভমন গিলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তাইজুল ইসলাম।
দিনের প্রথম ঘণ্টার শেষদিকে গিলকে ফেরান তাইজুল। ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয় বলে লেগ স্টাম্পে ফুল লেন্থে করেন তাইজুল। প্যাডল সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে যায় গিলের। প্রথম স্লিপে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বি সহজ ক্যাচ নেন লেগ স্লিপ পজিশনে গিয়ে। ৩ চারে ৪০ বলে ২০ রান করেন গিল।
এরপর বোল্ড করে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলকে ফেরালেন পেসারখালেদ আহমেদ। প্রত্যাশা অনুযায়ী বাউন্স না করায় ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে আঘাত হানে লেগ স্টাম্প। ৫৪ বলে তিন চারে ২২ রান করেন রাহুল।
এরপর আবারও তাইজুল ম্যাজিক। এবার সাজঘরে ফিরলেন ভারত তো বটেই, বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলি। তাইজুলের ঘুর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লু আউট হয়ে তিনি ফিরেছেন মাত্র ১ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে ভারত।
এর আগে বৃহস্পতিবার সকালে টস জিতে বাংলাদেশকে বোলিং এর আমন্ত্রণ জানায় ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
নিউজনাউ/পিপিএন/২০২২২