নিউজনাউ ডেস্ক: সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলেই অধরা শিরোপার শেষ ধাপে পৌঁছে যাবে ক্রোয়েশিয়া। কিন্তু সেটা হয়নি। ৩-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে দলটিকে।
এদিকে বিশ্বকাপের শুরু থেকেই গ্যালারিতে নজড় কেড়েছেন ক্রোয়েশিয়ান মডেল ইভানা। নিত্যনতুন ডিজাইনের পোশাক পরে মাতিয়ে রাখছেন গ্যালারি। তার খোলামেলা ছবি বারবার ভাইরাল হয়েছে।
ক্রোয়েশিয়ার জন্য এই সুন্দরী দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছেন ক্রোয়েশিয়া জিতলে নগ্ন হবেন ।কিন্তু তা আর হলো না।
কাতার বিশ্বকাপের খোলামেলা পোশাকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল কাতার। কাতার কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞার সমালোচনা করেন তিনি। বিশ্বকাপ শুরুর পর সেই নিষেধাজ্ঞা শিথিল রয়েছে। সমালোচনা করলেও এখন পর্যন্ত নিয়মের বেড়াজালে আটকাতে হয়নি এই মডেলকে। গত বিশ্বকাপের বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার প্রতিটি ম্যাচে তাদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন তাদের প্রেসিডেন্ট। এবার গ্যালারি থেকে সেই উৎসাহের কাজটি করছেন এই মিস ক্রোয়েশিয়া।
খেলা শুরুর আগে ইভানা ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার জার্সি পরা দুই তরুণ ঘণ্টা হাতে দাঁড়িয়ে। আর ইভানার কিক করা বল ভেদ করছে নিঁখুত নিশানা। ভিডিওটির শেষ অংশে লেখা—ক্রোয়াশিয়া জিতবে শিওরা। ক্যাপশনে লিখেছিলেন—আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার সেমিফাইনালে আমার ভবিষ্যদ্বাণী।
পাশাপাশি ক্রোয়েশিয়া ফুটবল দলকে উদ্বুদ্ধ করতে নিজের ইনস্টাগ্রামে সরব ছিলেন ইভানা। নিয়মিত টিপ্পনী কাটছিলেন মেসিদের। বিভিন্ন সময় তির্যক বাক্যবাণে জর্জরিত করছেন, দেখিয়েছেন গোলের ভয়।
নিউজনাউ/এসএইচ/২০২২