alo
ঢাকা, রবিবার, মার্চ ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সিরাজের তোপে এলোমেলো বাংলাদেশ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২, ০৪:০৬ পিএম

সিরাজের তোপে এলোমেলো বাংলাদেশ
alo

 

নিউজনাউ ডেস্ক: চট্টগ্রাম টেস্টে ভারতের ৪০৪ রানের জবাবে নিদারুণ বাজে শুরু করেছে বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের ইনিংসের শুরুতে যেন 'প্রত্যাশিত' শূন্য রানে আউট হলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত! সিরাজের বলে গোল্ডেন ডাক উপহার দিয়ে ফেরেন এই ব্যাটার।

মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের একটু বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল ডিফেন্স করার চেষ্টা করেছিলেন শান্ত। ঠিক মতো পারেননি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় উইকেটের পেছনে। সেখানে কোনো ভুল করেননি রিশাভ পান্ত। 

এরপর তিনে নেমে ভালো করতে পারলেন না চট্টগ্রামের ছেলে ইয়াসির আলি চৌধুরীও। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে যান তিনি। শরীরের বেশ দূরে শট খেলার মাশুল দিলেন ইয়াসির। একটু নিচু হওয়া বল তার ব্যাটের কানায় লেগে উড়িয়ে দিল লেগ স্টাম্প। ১৭ বলে ৪ রান করেন ইয়াসির।

এরপর কিছুটা প্রতিরোধ গড়েন লিটন আর অভিষিক্ত জাকির। চা-বিরতিতে যাওয়ার সময় ১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৭। তবে বিরতি থেকে ফিরে চতুর্থ ওভারে সিরাজের স্টাম্প সোজা বলে লিটন ব্যাট চালিয়েছিলেন লাইনেই। কিন্তু প্রত্যাশা অনুযায়ী বল ওঠেনি। লিটনের ব্যাটের নিচের দিকে লেগে বল ছোবল দেয় স্টাম্পে। ঠোটের ওপর আঙুল দিয়ে ‘চুপ থাকার’ ভঙ্গিতে উদযাপন করেন সিরাজ। ভাঙে ৩৪ রানের জুটি। ৫ চারে ৩০ বলে ২৪ রান করে ফেরেন লিটন।

৫ রানে দুই হারানো দলের হাল ধরার চেষ্টায় ছিলেন অভিষিক্ত জাকির। বল বুঝে খেলছিলেন তিনি। কিন্তু লিটন দাসের বিদায়ের পর হুট করে যেন মনোযোগ হারিয়ে ফেললেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সিরাজের অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করেন জাকির। বল ব্যাটের বাইরের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার রিশাভ পান্তের গ্লাভসে। ৩ চারে ৪৫ বলে ২০ রান করে ফেরেন জাকির। এনিয়ে তৃতীয় শিকার ধরলেন সিরাজ।

জাকিরের বিদায়ে ক্রিজে আসা সাকিব আল হাসানের অস্বস্তিময় সময় শেষ হলো স্লিপে ক্যাচ দিয়ে। বোলিংয়ে এসেই বাংলাদেশ অধিনায়ককে আউট করেন ভারতের স্পিনার কুলদিপ যাদব।

বাঁহাতি এই রিস্ট স্পিনারের লেগ স্টাম্পে পিচ করা বল বেরিয়ে এসে খেলার চেষ্টায় ছিলেন সাকিব। ঠিকমতো পারেননি তিনি, ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় প্রথম স্লিপে। সেখানে কোনো ভুল করেননি লোকেশ রাহুল। সাকিব ২৫ বলে করেন ৩ রান।

ভারতের বোলারদের তোপের মুখে একপ্রান্ত আগলে খেলছেন মুশফিক। তার সাথে ক্রিজে আছেন এসেই আক্রমণাত্মক খেলতে থাকা কিপার ব্যাটার সোহান। ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯৭ রান। মুশফিক ৪৭ বল খেলে অপরাজিত ২৩ রানে। আর সোহান ১৫ বলে ১৬ রান নিয়ে অপরাজিত আছেন। ফলোঅন এড়াতে এখনও বাংলাদেশের প্রয়োজন ১০৮ রান।

ভারত তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪০৪ রান।

নিউজনাউ/পিপিএন/২০২২

X