alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে পোলিশ রেফারিতে আস্থা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২২, ১১:০৭ পিএম

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে পোলিশ রেফারিতে আস্থা
alo

 

নিউজনাউ ডেস্ক: আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে রেফারি বিতর্কে পড়তে হয়েছিলো ফিফাকে। এরপর থেকে কোন ম্যাচে কে রেফারিং করবেন তা যেন সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু । যদিও কোয়ার্টার ফাইনালের মেসিদের সেই ম্যাচের পর আর রেফারিং নিয়ে বড় কোনও সমস্যা দেখা যায়নি।

এবার ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে চূড়ান্ত ফলাফল আসতে চলেছে বিশ্বকাপের এই আসরের।

ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে রেফারিং কে করবেন তা এরইমধ্যে ফিফা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামী রবিবারের এক বিবৃতিতে ম্যাচ পরিচালনার দায়িত্ব পোল্যান্ডের সিমন মার্চিনিয়াকের ওপর দেওয়ার কথা জানিয়েছে তারা।

 বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আগে থেকেই আছে মার্চিনিয়াকের।  ৪১ বছর বয়সী রেফারি গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ও শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে বাঁশি বাজিয়েছেন।

ফাইনালে মার্চিনিয়াকের দুই সহকারী সোকোলনিৎসকি  তমাস লিস্তকিয়েভিচকেও পাচ্ছেন স্বদেশি হিসেবে । 

২০১১ সালে ফিফা রেফারি হওয়া মার্চিনিয়াক শুরুতে ইউরোপা লিগে বাঁশি বাজিয়েছেন। এরপর চ্যাম্পিয়ন্স লিগে রেফারিং শুরু করেন। ২০১৬ সালে ইউরোতে তিন ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার। কাতারের ফাইনালে কলিনা ও তার দল  আস্থা রেখেছেন পোলিশ রেফারির ওপর।

নিউজনাউ/পিপিএন/২০২২

X