alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ফাইনালে ফ্রান্সের একাদশে দুই পরিবর্তন

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২২, ০৭:৩৯ পিএম

ফাইনালে ফ্রান্সের একাদশে দুই পরিবর্তন
alo

নিউজনাউ ডেস্ক: মরক্কোর বিপক্ষে অসুস্থার কারণে খেলতে পারেননি আদ্রিয়ের র‌্যাবিও এবং দায়ত উপামেচানো। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে এই দুই ফুটবলারকে পেয়ে গেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম এবং তার কাঙ্খিত একাদশই গঠন করতে পেরেছেন বিশ্বকাপের ফাইনালের জন্য।

মরক্কোর বিপক্ষে দায়ত উপামেচানোর পরিবর্তে খেলেছিলেন ইব্রাহিত কৌনাতে এবং ইউসেফ ফোফানা। র‌্যাবিও এবং উপামেচানো দলে ফেরার ফলে এই দু’জনকে সাইডলাইনে বসে থাকতে হচ্ছে।

পুরো বিশ্বকাপে যে ফরমেশনে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম খেলিয়েছেন- সেই ফরমেশনটাই ফাইনালের জন্য সেট করেছেন তিনি। ৪জনকে রাখছেন ডিফেন্সে। ৩জনকে মিডফিল্ডে এবং ৩ জনকে রাখছেন আক্রমণে। অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে এবং উসমান ডেম্বেলেই আক্রমণের মূল দায়িত্বে।

দেখে নিন ফাইনালে ফ্রান্স একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)

হুগো লরিস, হুলেস কৌন্দে, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ, আন্তোনিও গ্রিজম্যান, অরিলিয়েন টিচুয়ামেনি, আদ্রিয়েন র‌্যাবিও, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু এবং কিলিয়ান এমবাপে।

কোচ: দিদিয়ের দেশম।

নিউজনাউ/এসএইচ/২০২২
 

X