নিউজনাউ ডেস্ক: সৌদিতে প্রীতি ম্যাচে লিওনেল মেসির জার্সি নিলামে দাম উঠেছে ৩০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩১ লাখ টাকা।
সম্প্রতি সৌদি আরবে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হন সময়ের সেরা দুই ফুটবল তারকা। যেখানে মেসি খেলেছেন পিএসজির হয়ে আর রোনালদো নেমেছেন সৌদি ক্লাবের হয়ে। যদিও প্রীতি ম্যাচটিতে ৫-৪ গোলে মেসিদের কাছে হেরেছে রোনালদোরা।
পিএসজি নিয়মিতই তাদের ফুটবলারদের জার্সি নিলামে তোলে। সমর্থকদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তারকা ফুটবলারদের জার্সি। পিএসজির ওয়েবসাইটে এই নিলামে সমর্থকেরা সরাসরি অংশ নিতে পারেন। এবারো সৌদি আরবে রোনালদোদের বিপক্ষে খেলা পিএসজির ফুটবলারদের জার্সি নিলামে তুলেছে ফরাসী ক্লাবটি। যেখানে মেসি ছাড়াও আরো ২০ জনের জার্সি নিলামে তোলা হয়েছে। যেখানে মেসির জার্সি পেতেই কাড়াকাড়ি লেগে গেছে।
পিএসজির এই নিলাম চলবে আরো ৮দিন। একে তো আর্জেন্টাইন সুপারস্টারের ব্যবহৃত কস্টিউম, তার ওপর রোনালদো- মেসি মহারথের সাক্ষী সেটি। তাই মেসির জার্সির দাম আরও বাড়তেই পারে।
নিউজনাউ/কেআই/২০২৩